Terms And Conditions

Last Update: January 01, 2025

স্বাগতম সুব্রত জবস-এ!
এই ওয়েবসাইটে প্রবেশ এবং আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে, আপনি নিচের শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। দয়া করে আমাদের Terms and Conditions মনোযোগ সহকারে পড়ুন।

সার্ভিসের ধরণ:

১। সুব্রত জবস চাকরির প্রস্তুতির জন্য কোর্স, বই এবং পিডিএফ সেল করে।

২। আমাদের সমস্ত কন্টেন্ট এবং সেবা শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবং কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

৩। সকল কন্টেন্ট কপিরাইট সুরক্ষিত এবং আমাদের অনুমতি ছাড়া অন্য কোথাও পুনঃপ্রকাশ বা বিতরণ করা যাবে না।

৪। আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) গুলো আপনার একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। যদি করা হয় তাহলে ব্যাবহারকারীর অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।

নিবন্ধন এবং আপনার তথ্য:

সুব্রত জবস পণ্য এবং সেবা গ্রহণের জন্য একটি বৈধ ইমেইল এড্রেস অথবা আপনার বৈধ একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটি ইমেইল এড্রেস এবং একটি মোবাইল নাম্বার দিয়ে কেবল একটি-ই অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন। আপনি নিশ্চিত করছেন যে, নিবন্ধনের সময় যেসব তথ্য প্রদান করেছেন সেগুলো সত্য এবং আপডেটেড। ভুল তথ্য প্রদান এবং সুব্রত জবসের নিয়মনীতির বিরুদ্ধে গেলে কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতা রাখে। এই নিবন্ধনের মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে প্রকাশ করবেন না। সেই সঙ্গে আপনার অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার হলে অবিলম্বে আমাদের অবহিত করবেন। আপনার অ্যাকাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য শুধুমাত্র আপনি-ই দায়ী

অর্ডার এবং পেমেন্ট নীতিমালা:

১। সুব্রত জবস তাদের কোর্স বা সেবা প্রদানের জন্য আর্থিক লেনদেন এর জন্য UddoktaPay – Payment Gateway ব্যবহার করে।

২। পেমেন্টে ভুল বা সমস্যার জন্য আমরা দায়ী থাকবো না যদি তা তৃতীয় পক্ষের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ঘটে।

৩। পণ্য বা সেবা সরবরাহের জন্য আপনার প্রদান করা তথ্য সঠিক ও আপডেট থাকা প্রয়োজন।

রিটার্ন এবং রিফান্ড নীতি:

কোর্স, বই এবং পিডিএফ একবার বিক্রয়ের পর রিটার্ন বা রিফান্ড জন্য সুব্রত জবস “রিটার্ন ও রিফাইন্ড পলিসি” পড়ার জন্য অনুরোধ রইলো।

কপিরাইট:
১। সুব্রত জবস কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোন প্রকার কোর্স বা সেবা ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। যদি তা করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

২। সুব্রত জবস – এর সকল কোর্স, সেবা কিংবা পরিষেবা সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট সুব্রত জবস কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান করা আইনত দন্ডনীয় অপরাধ। অনলাইন, অফলাইন বা অন্য কোন মাধ্যমে কোর্স কিংবা সেবা আদান-প্রদান করলে সুব্রত জবস কর্তৃপক্ষ বা আইনানুগত প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, Digital Security Act, 2018, Digital Security Act, 2018 (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

ব্যবহারকারীর দায়িত্ব:

১। আমাদের সেবা ব্যবহার করে বেআইনি কার্যক্রম বা কপিরাইট লঙ্ঘন করা যাবে না।

২। আপনি যদি ওয়েবসাইটে একাউন্ট তৈরি করেন, তাহলে একাউন্টের গোপনীয়তা বজায় রাখা আপনার দায়িত্ব।

৩। কোনো অননুমোদিত কার্যকলাপের জন্য আমরা দায়ী থাকবো না।

কন্টেন্ট ব্যবহার:

১। আমাদের কোর্স, বই এবং পিডিএফ শুধুমাত্র ব্যক্তিগত প্রস্তুতির জন্য ব্যবহার করা যাবে।

২। সাইটের কোনো কন্টেন্ট অনুমতি ছাড়া কপি, শেয়ার বা পুনঃব্যবহার করা যাবে না।

শর্তাবলীর পরিবর্তন:

আপনি যখন আমাদের সেবা গ্রহন করছে তখন ধরে নেয়া হয়েছে যে আপনি আমাদের সকল টার্মস এবং কন্ডিশন মেনে নিয়েছেন। টার্মস এবং কন্ডিশনসের ব্যাপারে সুব্রত জবস এর সিদ্ধান্তই চূড়ান্ত যা ব্যাবহারকারী মানতে বাধ্য এবং যেকোনো সময় তা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন এর ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। পরিবর্তন কার্যকর হওয়ার পর আপনার ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নতুন শর্তাবলী মেনে নেবেন।

উপরোক্ত সকল শর্তাবলী বহির্ভূত কোন কার্যকলাপ করে থাকলে, সুব্রত জবস যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা ব্যবহারকারী মানতে বাধ্য সে ক্ষেত্রে কোন কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।